Spread the love
কাবুল-সহ আফগানিস্তানের বাকি সব প্রদেশ তালিবানের দখলে এলেও এখনও স্বাধীন পঞ্জশির। আহমদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স প্রতিরোধ গড়েছে সেখানে। বার বার পঞ্জশির দখল করার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে তালিব যোদ্ধাদের। ফের এক বার পঞ্জশিরে তালিবান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে নর্দার্ন অ্যালায়েন্স। ৩৫০ তালিবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। আরও ৪০ তালিব যোদ্ধাকে তারা বন্দি করেছে বলেও দাবি মাসুদ বাহিনীর।
বুধবার টুইট করে এ কথা জানিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স। তারা বলেছে, ‘মঙ্গলবার রাতে খাভাকে যুদ্ধে ৩৫০ তালিব সেনা নিহত হয়েছে। ৪০ জনকে আমরা বন্দি করেছি। তারা জেলে রয়েছে। পুরস্কার স্বরূপ আমেরিকার অনেক গাড়ি ও অস্ত্র পেয়েছি। কম্যান্ডার মুনিব আমিরির নেতৃত্বে এই লড়াই হয়েছে।’