পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিমতলী সৈকতকে আরও ভ্রমণ সমৃদ্ধ করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী।
শনিবার (১৫ জানুয়ারি) সকালে জাহাজমারা ইউনিয়নের নিমতলী সৈকত পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কেওড়াবাগান ও বিশাল সমুদ্রসৈকতের পাশাপাশি নিমতলী সৈকতে রয়েছে বিশাল মাঠ, যা পর্যটকদের জন্য আকর্ষণীয়। এখানে সবকিছুরই মিশ্রণ আছে। তাই শিগগির এ সৈকতকে ভ্রমণপিপাসুদের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। ভবিষ্যতে এ সৈকত ভ্রমণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসবে বলে আশা করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নিমতলী সৈকতে পর্যটকসহ স্থানীয় জনগণের বিপুল সমাগম হয়। পুরো সৈকত এলাকায় ব্যানার–ফেস্টুনে মন্ত্রীকে স্বাগত জানানো হয়।