জেলের বাইরে পা রেখেই চোখে-মুখে মুক্তির আনন্দ স্পষ্ট। সাদা পোশাক, মাস্ক, ব্যান্ডানায় আগের মতোই তরতাজা তিনি। অনুরাগীদের সঙ্গে নিজস্বী তুলতেও দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি, সবার নজর কেড়েছে তাঁর হাতের তালুতে মেহেন্দি দিয়ে লেখা ‘ডোন্ট লাভ (চিহ্ন) মি বিচ’ কথাটি।
এ ভাবেই কারা মুক্তির পরেই ফের নতুন বিতর্কে জড়িয়ে গেলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। অভিনেত্রীর এই ছবি নেটমাধ্যমে ভাইরাল। সেখানেই মন্তব্য বিভাগে ঝড় উঠেছে। প্রশ্নও উঠেছে, কাকে উদ্দেশ্য করে এই কথাটি লিখেছেন পরীমণি? জেলের ভিতরে তিনি মেহেন্দি পেলেন কোথা থেকে?
একই সঙ্গে জামিন মঞ্জুর করে পরীমণির বিরুদ্ধে তিন বার রিমান্ডের আবেদন নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশের হাইকোর্ট। মহামান্য আদালতের ভর্ৎসনা, ‘উপাদান ছাড়াই তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন জানালেন। ম্যাজিস্ট্রেট সেটা মঞ্জুর করে দিলেন। এ গুলো সভ্য সমাজে হতে পারে না’।